০৬ অক্টোবর ২০২৫, ০৫:২০ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৫:২০ পিএম এশিয়া কাপে ব্যর্থতার পর ভগ্ন হৃদয়ে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছিলেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। একই সাথে এটাও বলেছিলেন, দ্রুতই সমর্থকদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। সেই ‘ভালো কিছু’ যে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ ভালো কিছু করা, তা না বললেও নয়। সেই সংযুক্ত আরব আমিরাতেই আফগানিস্তানকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে কথা রেখেছে বাংলাদেশ। যদিও চোটের কারণে সিরিজে ছিলেন না লিটন। তবে দলের উপর তার অগাধ আস্থা থেকেই কথাটি বলেছিলেন তিনি। লিটনের অনুপস্থিতিতে দলকে দারুণভাবে নেতৃত্ব দেন জাকের আলি। তবে জয়ের এই কৃতিত্ব দলের সবাইকে দিচ্ছেন তিনি। প্রশংসা করেছেন বোলারদের। ফিল্ডিংয়ে উন্নতির বিষয়টিও মনে করিয়ে দিয়েছেন এই কিপার-ব্যাটার। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রোববার রাতে ৬...