০৬ অক্টোবর ২০২৫, ০৫:৫৭ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৫:৫৭ পিএম ইসলামী ব্যাংকে ২০১৭-২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাঁটাইয়ের দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকালে বসুরহাট ইসলামী ব্যাংক শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের গ্রাহক খাজা গিয়াস উদ্দিন, মো. আবদুল মান্নান, মফিজ, সাইফুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে এস আলম গ্রুপের প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংকে বহু অদক্ষ ও অযোগ্য কর্মকর্তা-কর্মচারীকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগের কারণে ব্যাংকের আর্থিক শৃঙ্খলা নষ্ট হয়েছে এবং গ্রাহকদের আস্থা মারাত্মকভাবে কমে গেছে। তারা আরও বলেন, ইসলামী ব্যাংক একসময় দেশের সর্বাধিক বিশ্বস্ত...