নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-র স্পন্সর শেয়ারহোল্ডার মো. আবদুল হালিম তার পুত্র মো. আবদুল হাকিমের অনুকূলে ২ কোটি ৬২ লাখ ৮৫ হাজার ৬৭৩টি শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এই লেনদেনটি ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে এবং এটি এক্সচেঞ্জের স্বাভাবিক ট্রেডিং সিস্টেমের বাইরে হবে—অর্থাৎ এটি সরাসরি পারিবারিক মালিকানা হস্তান্তর। আজ সোমবার (৬ অক্টোবর) ব্যাংকটির প্রতিটি শেয়ারের দর ছিল ১৬ টাকা ৪০ পয়সা। সেই হিসেবে উপহার দেওয়া শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৪৩ কোটি ৮ লাখ টাকা। বাজার বিশ্লেষকদের মতে, এটি ব্যাংকের স্পন্সর পরিবারের অভ্যন্তরীণ শেয়ার পুনর্গঠনের অংশ। তারা বলছেন, “এ ধরনের স্বচ্ছ হস্তান্তর কোম্পানির মালিকানা কাঠামোকে আরও শক্তিশালী করে।” উল্লেখ্য, আগের দিন ঢাকা ব্যাংকের পরিচালক মির্জা ইয়াসির আব্বাস...