নিজস্ব প্রতিবেদক : ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান ও দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে ‘এটি একটি বিচারিক ও আইনি প্রক্রিয়া’, যেখানে উভয় দেশের মধ্যে আলোচনার প্রয়োজন রয়েছে। তিনি বলেন,“আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত।”তবে তিনি মনে করেন, এই মুহূর্তে বিষয়টি নিয়ে আরও কিছু বলা গঠনমূলক হবে না। সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)-এর সঙ্গে এক ঘণ্টার মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডিক্যাবের ২৩ সদস্যের প্রতিনিধি দল ভারত সরকারের আমন্ত্রণে সেখানে সফর করছে। সভায় উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, যুগ্ম সচিব বি. শ্যাম, ডিক্যাব সভাপতি এ কে এম মইনউদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান মামুন। বাংলাদেশে আসন্ন নির্বাচন প্রসঙ্গে বিক্রম...