অনেক বিতর্কের পর আজ বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল ১০ টায় ভোট গ্রহণ শুরু হয়, যা বিকেল চারটায় শেষ হয়েছে। বিসিবির পরিচালনা পর্ষদের ভোটগ্রহণ শেষে ক্যাটাগরি-৩ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। একাধিক প্রার্থী বিসিবির নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিলেও ক্যাটগরি-৩ এ ছিল নির্বাচনী আমেজ। যেখানে দুই জন প্রার্থীর মধ্যে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে দেবব্রত পালকে ৩৫-৭ ভোটে হারিয়ে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। এদিকে জাতীয় ক্রীড়া...