আজ সকাল থেকে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর নির্বাচন। এই নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের।তবে গত অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি। কিন্তু আজ হঠাৎ করেই গুঞ্জন ছড়িয়ে পড়ে তামিম ভোট দিয়েছেন। যা অস্বীকার করেছেন তিনি। নিজের ভেরিফায়েরড ফেসবুক পেইজ থেকে তিনি জানান, তিনি নির্বাচনে অংশ নেননি, ভোটও দেননি তামিম লিখেছেন, 'অনেক মিডিয়ায় ও নানা মাধ্যমে দেখতে পাচ্ছি যে, বলা হচ্ছে বিসিবি নির্বাচনে আমি ভোট দিয়েছি। তা মোটেও সত্যি নয়। আমি ই-ভোট দেওয়ার আবেদন করেছিলাম আগে, কারণ দেশের বাইরে ছিলাম। কিন্তু ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে আমি নির্বাচনে অংশ নেইনি বা ভোট দেইনি। ' একসময় বোর্ডে থেকে ক্রিকেট অপারেশনে কাজ করার প্রবল আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে (১ অক্টোবর) সরে দাঁড়ানোর সিদ্ধান্ত...