
ইমেইলে ম্যালওয়্যার ও ফিশিং আক্রমণ ঠেকাতে বড় পদক্ষেপ নিচ্ছে মাইক্রোসফট। সাম্প্রতিক বছরগুলোতে এসভিজি ফাইলের অপব্যবহার বেড়ে যাওয়ায় এবার আউটলুকে এই ধরনের কনটেন্ট প্রদর্শন সীমিত করছে কোম্পানিটি। মাইক্রোসফট বলছে, এখন থেকে আউটলুক ফর ওয়েব এবং উইন্ডোজের নতুন সংস্করণে ইনলাইন এসভিজি ইমেজ আর দেখা যাবে না। ব্যবহারকারীরা যেখানে এই ছবিগুলো থাকার কথা সেখানে শুধু ফাঁকা জায়গা দেখতে পাবেন। তবে মাইক্রোসফট এসভিজি ফাইল পুরোপুরি নিষিদ্ধ করছে না। কোম্পানিটি বলছে, ক্লাসিক অ্যাটাচমেন্ট হিসেবে পাঠানো এসভিজি ইমেজগুলো আগের মতোই দেখা যাবে এবং সেগুলো সমর্থিত থাকবে। এই আপডেট সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি যেমন ক্রস-সাইট স্ক্রিপ্টিং আক্রমণ প্রতিরোধে সহায়তা করবে। মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, আউটলুকে ব্যবহার করা ইমেজগুলোর মধ্যে দশমিক ১ শতাংশেরও কম ইনলাইন এসভিজি পদ্ধতি ব্যবহার করে, তাই সাধারণ যোগাযোগে এর প্রভাব খুবই সামান্য হবে। প্রযুক্তি সাইট টেক...