বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিকের ফুটবলীয় কৌশলকে আত্মঘাতী বলছেন ক্লাবটির সাবেক ফুটবলার জেরার্ড লোপেজ। তার কথায়, দ্বিতীয় মৌসুমে এসে প্রতিপক্ষ আয়ত্ত্ব করে ফেলেছে ফ্লিকের রক্ষণকৌশল। লোপেজ বলছেন, এখনই সময় জার্মান কোচের কৌশলে পরিবর্তন আনার। রোববার রাতে চলতি মৌসুমে লা লিগায় প্রথম হারের স্বাদ নিতে হয়েছে কাতালুনিয়ান কাবটিকে। ফ্লিকের দলকে সেভিয়া ঘরের মাঠে ৪-১ গোলে হারিয়েছে। বার্সার হয়ে একমাত্র গোলটি করেন ধারে আসা মার্কাস র্যাশফোর্ড। পরে লোপেজ বলেছেন, ‘একদম পরিষ্কার বার্সা পয়েন্ট হারিয়েছে। যা দেখেছি তাতে মনে হচ্ছে বার্সেলোনার রক্ষণ কৌশলই দায়ী। ফ্লিকের কৌশল অনেক সময়ই কাজে দেয়। কিন্তু কিছু সময়...