ঢাকা, চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলোয় সরকারের আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ দেওয়া ‘বন্ধ করা উচিত’ বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্ব বসতি দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে রিজওয়ানা হাসান বলেন, “নতুন নগরায়নে প্লট বরাদ্দ পাওয়ার সুযোগ বন্ধ করা উচিত। এর বদলে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া যায়। এটা যেন গৃহায়ন কর্তৃপক্ষ, রাজউক করতে পারে, তেমনি সরকার-বেসরকারি অংশীদারিত্বেও হতে পারে।” নিম্নবিত্তের আবাসন সমস্যা সমাধানে সিএসআর পদ্ধতির প্রয়োগ করার পরামর্শ দিয়েছেন রিজওয়ানা। তিনি বলেন, “আমাদের দেশে এটা আইন দিয়ে নির্ধারিত না, কিন্তু পাশের দেশে আইন দিয়ে নির্ধারিত। এটা একটা সেক্টর হতে পারে। সরকারের যেহেতু রিসোর্স নেই, সরকারের পাশাপাশি সিএসআরে এই কাজটা করা যায়। সরকার জমি দিলে অনেক প্রতিষ্ঠান বাসা তৈরির উদ্যোগ নিতে পারে।” রিজওয়ানা হাসান...