আমাদের হার্ট যদি ঠিকমতো কাজ না করে, তাহলে তার প্রভাব শরীরের নানা অংশে পড়ে। এমনকি ত্বকেও দেখা দিতে পারে কিছু লক্ষণ। অনেক সময় আমরা এগুলো সাধারণ মনে করে এড়িয়ে যাই, কিন্তু এসব পরিবর্তন আসলে হতে পারে হৃদরোগের অজানা সংকেত। হার্টের অসুস্থতা আগে থেকেই চিহ্নিত করতে চাইলে এসব লক্ষণকে হালকাভাবে নেবেন না।চলুন জেনে নিই ত্বকে দেখা দেওয়া এমন কিছু পরিবর্তনের কথা, যেগুলো হার্টের সমস্যার ইঙ্গিত দিতে পারে—১. পা বা গোঁড়ালিতে ফোলাভাবপা, গোঁড়ালি কিংবা পায়ের পাতায় হঠাৎ করে ফোলা ভাব দেখা গেলে সেটা হতে পারে হার্ট ঠিকমতো রক্ত পাম্প করতে পারছে না—এই সমস্যার ইঙ্গিত। রক্ত চলাচল বাধাগ্রস্ত হলে শরীরের নিচের অংশে পানি জমতে থাকে, যা ফোলাভাব তৈরি করে। যদি এর সঙ্গে ক্লান্তি বা শ্বাসকষ্টও থাকে, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।২....