ঘটনাটি ঘটেছে উপজেলার জাটিয়া ইউনিয়নের ফানুর গ্রামে। ঝন্টু জাটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। এ নিয়ে ৬ অক্টোবর (সোমবার) ভুক্তভোগী ভ্যানচালক মো. হারুন খান (৪৮) বাদী হয়ে ইউপি চেয়ারম্যান ঝন্টুকে ১ নম্বর, আরও কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন—চেয়ারম্যান শামছুল হক ঝন্টু (৪৩), বাচ্চু মুন্সী (৫৫), আব্বাস আলী (৪০), হাবিবুর রহমান (৪৬), আ. হেকিম (৬০), শাহাব উদ্দিন খা (৫৫)। জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর ইউপি চেয়ারম্যান ঝন্টুর নির্দেশ অনুযায়ী তার বৈদ্যুতিক ট্রান্সফরমার নিয়ে ভাড়ায় না যাওয়ার কারণে ভ্যানচালক হারুনকে মারধর করেন চেয়ারম্যান। মারধরের বিষয়টি নিয়ে গত ১ অক্টোবর ভ্যানচালক থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ২ অক্টোবর পুলিশ তদন্তে যায়। এতে রাগান্বিত হয়ে পরদিন ৩ অক্টোবর চেয়ারম্যান ঝন্টু তার সাঙ্গপাঙ্গদের নিয়ে...