রাজধানীর শাহবাগ থানার ঝুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে চারদিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই আদেশ দেন। সোমবার ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল খান পুলক দীপু মনিকে হাজির করে রিমান্ডে নিতে আবেদন করেন। এই আবেদনের প্রেক্ষিতে সকালে দীপু মনিকে কড়া পাহারায় আদালতে তোলা হয়। এরপর আদালতে দীপু মনির রিমান্ডের শুনানি শুরু হয়। রিমান্ড শুনানির সময় দীপু মনির পক্ষে তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানিতে গাজী ফয়সাল আদালতকে বলেন, বিজ্ঞ আদালত আমার আসামি (দীপু মনি) দীর্ঘদিন ধরে কারাগারে আছেন। তিনি নারী, এই কারণে বিভিন্ন অসুস্থতায় ভুগছেন। এই মামলার এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছুই নেই। মামলার সঙ্গে...