পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে ১২টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ব্যাংকগুলোকে চুক্তি করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আইনি সহায়তার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে এসব আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে বলা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এবং শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।আরো পড়ুন:ইসলামী ব্যাংকে ‘অবৈধ’ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধনইসলামী ব্যাংকের ফেসবুক পেজ উদ্ধার ইসলামী ব্যাংকে ‘অবৈধ’ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন বৈঠক শেষে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ওমর ফারুক খান সাংবাদিকদের জানান, বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফেরাতে ১২টি আন্তর্জাতিক আইন ও সম্পদ পুনরুদ্ধার প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে দেশের ব্যাংকগুলোর চুক্তি করতে হবে। কিছু ব্যাংক লিড...