কুমিল্লার হোমনায় খেয়াঘাটে নৌকার জন্য অপেক্ষারত দুইবোনসহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাণ গেল বজ্রপাতে। এই ঘটনার পরই পরিবারগুলোর পাশাপাশি এলাকায় ও ভার্সিটি হলে চলছে শোকের মাতম। একই ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর খেয়াঘাটে বিকালে গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে হঠাৎ বজ্রপাতে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলো, ঘাগুটিয়া ইউনিয়নের নালাদক্ষিন গ্রামের হাজ্বী মৃত মতিউর রহমান মতি মিয়ার দুই মেয়ে মমতাজ আক্তার (৩৭) ও জাকিয়া সুলতানা (২৩) এবং আসাদপুর ইউনিয়নের খোদেদাউদপুর গ্রামের সৌদী প্রবাসী রাহিনুর ইসলামের ছেলে মোঃ রাসেদুল ইসলাম (২৩)। ঘটনায় আহত অটোরিকশাচালক ছামাদ মিয়া ও বাবুল মিয়াকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত মো. রাসেদুল ইসলাম ময়মনসিংহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিএ (সম্মান) চতুর্থ বর্ষের ছাত্র ছিলো এবং জাকিয়া সুলতানা ২০১৫ ব্যাচের এসএসসি শিক্ষার্থী ও মহাখালি...