০৬ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ পিএম ম্যানচেস্টার সিটির সাথে আরো দুই বছরের জন্য চুক্তি বৃদ্ধি করেছেন সাভিনহো। নতুন চুক্তি অনুযায়ী ২০৩১ সাল পর্যন্ত সিটিতে থাকবেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। ক্লাব সূত্র জানিয়েছে, সাভিনহোর সাথে আগের চুক্তির মেয়াদ ২০২৯ সালে শেষ হবার কথা ছিল। যে কারণে নতুন চুক্তি নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে এই উইঙ্গারের প্রতি টটেনহ্যাম হটস্পার আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু নতুন করে চুক্তি বৃদ্ধির ফলে সাভিনহো সিটিতেই থাকার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। ২০২৪ সালে ট্রয়েস থেকে ৩০.৮ মিলিয়ন পাউন্ডে সিটিতে যোগ দেন সাভিনহো। ২১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান এখন ইত্তিহাদ স্টেডিয়ামে দ্বিতীয় মৌসুম কাটাচ্ছেন। পেপ গার্দিওলার দলের হয়ে সাভিনহো এ পর্যন্ত খেলেছেন ৫৪টি ম্যাচ। এই ম্যাচগুলোতে চার গোল করা ছাড়াও...