নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি বিবিসি বাংলাকে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দেশে ফিরতে চাওয়া, আসন্ন নির্বাচন এবং দলের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এছাড়া, নিজের পরিবার থেকে রাজনীতিতে আসার বিষয়ে গুঞ্জন নিয়েও তিনি কথা বলেছেন। বিবিসি বাংলা সোমবার (৬ অক্টোবর) সকালেই এই সাক্ষাৎকার প্রকাশ করে। আন্তর্জাতিক গণমাধ্যমটির বাংলা বিভাগের সম্পাদক মীর সাব্বির ও সিনিয়র সাংবাদিক কাদির কল্লোলের সাথে কথোপকথনে তারেক রহমান জানিয়েছেন, তিনি দ্রুতই দেশে ফিরবেন। সাক্ষাৎকারে আগামী নির্বাচনে বিএনপির কৌশল, দলের ভবিষ্যৎ নেতৃত্ব এবং বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক রাজনীতিসহ সমসাময়িক নানা বিষয়ে দলের অবস্থান তুলে ধরেছেন। তারেক রহমান বলেন, “যদিও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পর দলের নেতৃত্ব দিয়েছিলেন খালেদা জিয়া, কিন্তু তার অসুস্থতার কারণে বর্তমানে দলের সাংগঠনিক প্রধান আমি।” তিনি...