জুলাই গণহত্যাকারীদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার (৬ অক্টোবর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তাজুল ইসলাম বলেন, জুলাই গণহত্যাকারীদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। কেউ পার পেয়ে যাবেন, কাউকে ইনডেমনিটি (দায়মুক্তি) দেওয়া হবে, কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন— এ ধরনের দুরাশা করে লাভ নেই। তিনি বলেন, ন্যায়বিচার সবসময় আপন গতিতে চলবে। আইন নিরপেক্ষভাবে কাজ করবে। কেউ অপরাধ করে পার পেয়ে যাবেন, এটা বিশ্বাস করার কোনো সুযোগ এ বাংলাদেশে থাকবে না। তিনি আরও বলেন, এতদিন যারা বিভিন্নভাবে শঙ্কা প্রকাশ করেছিলেন যে বিচার কেন দেরি হচ্ছে বা আদৌ হচ্ছে কিনা; এসব তাদের জন্য জবাব। তদন্ত চলাকালীন যে সময়টুকু দরকার ছিল তা পার হয়েছে।...