নানা নাটকীয়তার পর আজ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচন। ইতোমধ্যে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। এখন ভোট গণনা চলছে। নির্ধারিত সূচি অনুসারে সন্ধ্যায় ৬টায় ফল ঘোষণা করবেন নির্বাচন কমিশন। সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন। এদিন নির্ধারিত সময় সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে। দিনের শুরুতে ভোটাররা না আসলেও সময়ের সঙ্গে সঙ্গে কাউন্সিলরদের উপস্থিতি বাড়তে থাকে। এদিন ভোট দিতে এসে আলোচনার কেন্দ্রে ছিলেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কারণ, নতুন বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে সবার থেকে এগিয়ে রয়েছেন তিনি। এ ছাড়াও দুপুরের পরে ভোট দিতে এসেছিলেন সাবেক বিসিবি সভাপতি ও ক্যাটাগরি-২ থেকে পরিচালক পদে মনোনয়ন গ্রহণ করা ফারুক আহমেদ। নির্বাচন কেন্দ্রে উপস্থিত হতে তাকে ঘিরে ধরে সাংবাদিকরা।...