ঢাকা:বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন খোন্দকার দেলোয়ারের পুত্রবধূ তানজিন হামিদ মিতুল। অভিযোগ অনুসারে, গত শুক্রবার (৩ অক্টোবর) রাতে স্থানীয় যুবদল নেতা শাওন (২৫), হাবিব (৩৫), সাজিদ (২২) ও সানি (৩৫) ভয়ভীতি দেখিয়ে মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের পুত্র মরহুম খন্দকার আব্দুল হামিদ ডাবলুর স্ত্রী তানজিন হামিদ মিতুলের কাছ থেকে এক লাখ টাকা চাঁদা আদায় করেছেন। মিতুলের দাবি, চাঁদা আদায়কারীরা স্থানীয় যুবদলের আহ্বায়ক কমিটিতে আছেন। তানজিন হামিদ মিতুল অভিযোগে বলেন, গত শুক্রবার রাত ১০টা ৩৫ মিনিটে আমার বড় বোন শারমিন ওয়াদুদ নিপা (৪৬) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কল দিয়ে বলেন, তার নগদ এক লক্ষ টাকা প্রয়োজন। আমি রাত আনুমানিক ১১টা ২০...