রাজধানীসহ সারাদেশে গত আগস্টের তুলনায় সেপ্টেম্বরে সামগ্রিকভাবে অপরাধের সংখ্যা কিছুটা কমেছে। এসময়ে হত্যা, চুরি-ডাকাতি কমলেও নারী ও শিশু নির্যাতন এবং দ্রুত বিচার আইনে মামলার সংখ্যা বেড়েছে। সোমবার (৬ অক্টোবর) পুলিশ সদরদপ্তরে পরিসংখ্যান তুলে ধরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। পুলিশ সদরদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বরে মোট রুজুকৃত মামলার সংখ্যা ১৫ হাজার ৪৩১টি, যা আগস্টের ১৫ হাজার ৬৫৬টির চেয়ে ২২৫টি কম। তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ডাকাতির ঘটনা ঘটেছে ৫০টি, যা আগস্টের তুলনায় ১২টি কম। দস্যুতা ৭টি কমে সেপ্টেম্বরে দাঁড়িয়েছে ১৬৯টিতে। এসময়ে হত্যাকাণ্ডও কমেছে—আগস্টে ৩২১টি হত্যাকাণ্ড সংঘটিত হলেও সেপ্টেম্বরে তা নেমে এসেছে ২৭৭টিতে। অন্যদিকে, আগস্টের তুলনায় সেপ্টেম্বরে দ্রুত বিচার আইনে মামলা কিছুটা বেড়েছে। সেপ্টেম্বরে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে ৯২টি, যা আগস্টে ছিল ৬৬টি। একই সময়ে নারী ও শিশু...