রোববার রাতে বিজয়নগর এবং সোমবার কসবা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয় বলে জানায় বিজিবি। বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, সোমবার ভোরে কসবা উপজেলা সীমান্ত এলাকার ২০৩৯/এম পিলারের কাছ থেকে এক হাজার ৯৩টি ভারতীয় শাড়ি জব্দ করা হয়; যার আনুমানিক মূল্য এক কোটি তিন লাখ ৮৩ হাজার টাকা। জব্দ করা শাড়ি কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান জিয়াউর রহমান। বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ বলেন, রোববার মধ্যরাতে বিজিবির টহল দল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে সাত হাজার ৮৩০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করে; যার আনুমানিক বাজার মূল্য ৪৬ লাখ ৯৮ হাজার টাকা। জব্দ করা ভারতীয় ফুচকা আখাউড়া কাস্টমস কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান...