০৬ অক্টোবর ২০২৫, ০৫:৫৪ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৫:৫৪ পিএম নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হলো বাংলাদেশ লেডিস ক্লাব সংযুক্ত আরব আমিরাতের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী। গত ৪ অক্টোবর শনিবার আজমান উম্মে আল মুমিনীন ওমেন'স অ্যাসোসিয়েশনের হলরুমে উদযাপিত হয় এ প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠান শুরু হয় বিকেল ৫টা থেকে অনুষ্ঠান শুরু হয়ে চলে রাত ১২ টা পর্যন্ত। আমিরাতের বিভিন্ন অঞ্চল থেকে আগত পরিবার পরিজন নিয়ে উপস্থিতি যেন পরিণত হয একখণ্ড বাংলাদেশে। এদিকে অ্যাসোসিয়েশনের নিচ তলায় ছিল মেলা প্রাঙ্গণ। বাঙালিয়ানা সাজে সেজে ছিল মেলা প্রাঙ্গণ। বিভিন্ন বিভিন্ন স্টলে ছিল বাংলা সংস্কৃতি ঐতিহ্যের জামদানি, কাতান, হাতে আঁকা শাড়ি, সালোয়ার কামিছ এবং দেশীয় হস্তশিল্পের নজরকাড়া সংগ্রহ। মেলায় আরো ছিল হরেক রকমের পিঠাপুলিসহ ঐতিহ্যবাহী নানা রকম খাবারের স্টল। দীর্ঘ সাত বছরের পথপরিক্রমাকে স্মরণ করে ক্লাবের প্রতিষ্ঠাকালীন ও...