বরগুনার আমতলী উপজেলায় বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের ৬৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে।আমতলী থানা সূত্রে জানা গেছে, গত বছরের ২১ অক্টোবর আমতলী শহরে বিএনপির মিছিল চলাকালে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালায়। এ ঘটনায় আমতলী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাহাত প্যাদা (পিতা মনির প্যাদা) গতকাল ৫ অক্টোবর ২০২৫ রাতে আমতলী থানায় মামলা করেন। মামলায় উপজেলা শ্রমিকলীগের সভাপতি, আওয়ামী লীগের সদস্য এবং হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিককে প্রধান আসামি করা হয়েছে।মামলায় আরও আসামি করা হয়েছে আরপাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির বাচ্চু ও আমতলী পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অমিত রসুল অপু সহ অজ্ঞাত ১৫০ জন। পুলিশ রাতেই অভিযান...