ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করে ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত শনিবার থেকে শুরু হয়েছে ইলিশ মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা ও যমুনা নদীর মোহনাসহ পদ্মা পাড়ের বিভিন্ন স্থানে নিষেধাজ্ঞাকালীন সময়ে ইলিশ শিকারের ব্যাপক আয়োজন চলছে। বছরের অন্য সময়ের চেয়ে পদ্মা নদীতে নিষেধাজ্ঞাকালীন সময়ে বেশি ইলিশ ধরা পরা এবং এই সময়ে পদ্মা নদীতে বিচরন করা মা ইলিশগুলো পরবর্তীতে এই এলাকায় না থাকার যুক্তি তুলে ধরে পেশাদার জেলে ছাড়াও অসংখ্য মৌসুমি জেলেরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ মাছ শিকারের নানা প্রস্তুতি নিচ্ছেন। প্রশাসনের অভিযানকে ফাঁকি দিয়ে বিগত বছরে বিপুল পরিমান মা ইলিশ শিকারের অভিজ্ঞতার ধারাবহিকতায় এই প্রস্তুতি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জানা যায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে...