এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সোমবার দুপুর ২টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর পূর্বপাড়া এলাকার মৃত অফেজ উদ্দিনের ছেলে আনসার আলী (৬০), লালপুর উপজেলার ধলা এলাকার ইদু প্রামাণিকের ছেলে অটোরিকশাচালক মুনছের প্রামাণিক (৭০) ও একই এলাকার নওফেল হোসেনের ছেলে নয়ন (২৬)। বনপাড়া হাইওয়ে থানার ইনচার্জ মঞ্জুর মোর্শেদ জানান, দুপুর ২টার দিকে নাটোর থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাস কল্পনা এক্সপ্রেস বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি এলাকায় একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত হন। স্থানীয়রা আহত দুই যাত্রীকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বাসটি আটক করতে পারলেও পালিয়ে গেছেন চালক ও হেলপার। নাটোরের বড়াইগ্রামের গুনাইহাটি...