কুমিল্লা-৬ (আদর্শ সদর-সদর দক্ষিণ) সংসদীয় আসন পুনর্বিন্যাসে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে অনেকটা জটিলতার সৃষ্টি হয়েছে। এ আসনে বিএনপির একক প্রার্থী ঘোষণার পর রাজনীতির গতি পরিবর্তন হতে পারে। সম্প্রতি আসন পুনর্বিন্যাসে আদর্শ সদরের সঙ্গে সদর দক্ষিণ উপজেলা যুক্ত হওয়ায় সাংগঠনিকভাবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বিপাকে পড়েছেন। এ আসনের বাসিন্দা হলেও তিনি দুটি আসনের মনোনয়ন প্রত্যাশা করছেন। দলের মনোনয়ন নিয়ে বিএনপির চেয়ারপারসনের অপর উপদেষ্টা ও সাবেক সংসদ-সদস্য হাজি আমিনুর রশীদ ইয়াছিনের সঙ্গে তিনি মুখোমুখি অবস্থানে পড়েছেন। এদিকে কুমিল্লা-৬ আসনে সাবেক কুসিক মেয়র মনিরুল হক সাক্কু ও মনিরুল হক চৌধুরীর মধ্যে সন্ধি হওয়ার গুঞ্জন রয়েছে। এতে এ আসনে চলছে জটিল সমীকরণ। আসন পুনর্বিন্যাসের ফলে আমিনুর রশীদ ইয়াছিন ও মনিরুল হক চৌধুরী একই আসনের বাসিন্দা হয়ে গেছেন। হাজি ইয়াছিন কুমিল্লা-৬ আসনের মনোনয়নপ্রত্যাশী হলেও...