ইসলামী ব্যাংকে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে শহরের ইসলামী ব্যাংক অফিসের সামনে গ্রাহক ফোরামের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে চট্টগ্রামের কয়েক হাজার প্রার্থীকে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন। তারা ব্যাংকের সেবা ও ভাবমূর্তি নষ্ট করছেন। এসব নিয়োগ বাতিল করে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের দাবি জানাই।তারা আরও বলেন, চট্টগ্রামের পটিয়া উপজেলার প্রার্থীদের প্রাধান্য দিয়ে দেশের ৬৩ জেলার চাকরিপ্রার্থীদের বঞ্চিত করা হয়েছে। এতে ব্যাংকের শৃঙ্খলা ও গ্রাহকসেবা ব্যাহত হচ্ছে।মানববন্ধনে বক্তব্য দেন- ডা. রুহুল ফারহাদ, ব্যবসায়ী আব্দুল হালিম, সানি আব্দুল্লাহ, চাকরিপ্রত্যাশী আব্দুস সামাদ ও আল মামুন।১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে উধাও...