রাজধানীর ঐতিহ্যবাহী লালবাগ কেল্লায় আসছেন বিশ্বখ্যাত সরোদবাদক সিরাজ আলী খান। সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খানের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ধ্রুপদী সন্ধ্যায় তিনি সরোদে সুর ছড়াবেন।আয়োজনটি করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।বুধবার ( ৮ অক্টোবর) লালবাগ কেল্লায় অনুষ্ঠেয় এ আয়োজনে ভারত থেকে বাংলাদেশে আসছেন তিনি। দেশের তরুণ প্রতিভাবান শিল্পীরাও মঞ্চ মাতাবেন। এর আগে সাতোরি অ্যাকাডেমি অব আর্টসের আয়োজনে ২০২২ সালে ঢাকায় অনুষ্ঠিত হয় তার একক পরিবেশনা ‘মেলোডিয়াস জার্নি অব সিরাজ আলী খান'।বাংলাদেশি কিংবদন্তি শিল্পীদের জীবন ও কর্ম উদযাপনের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে এই ধ্রুপদী সন্ধ্যার আয়োজন করা হয়েছে।সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুক পোস্টে জানিয়েছেন, এই উদ্যোগের লক্ষ্য স্থানীয়ভাবে শুরু করে আন্তর্জাতিকপর্যায়ে বিস্তৃতি ঘটানো।তিনি লেখেন, এই অনুষ্ঠানগুলো যেন একঘেয়ে বা অপ্রাসঙ্গিক সরকারি আয়োজন না হয়, সেটা মাথায় রেখেই আমরা কাজ করছি। শিল্পকলা একাডেমি ইতোমধ্যেই একটি...