সদ্যই বিয়ের পিঁড়িতে বসেছেন জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। দীর্ঘদিনের প্রেমিক বেনি ব্লাঙ্কোর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। গত বছরের ডিসেম্বরে বেনির সঙ্গে বাগদান সেরেছিলেন এই বিশ্বখ্যাত পপ তারকা। এর নয় মাসের মাথায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারা; পরিণয় ঘটলা তাদের দীর্ঘদিনের প্রেমের। আর সেলেনার বিয়ের সংবাদে উচ্ছ্বসিত তার পরিবার, বন্ধু থেকে শুরু করে অনুরাগীরা। তবে একজন এই বিয়েতে বরং কষ্টই পেয়েছেন। তিনি সেলেনা গোমেজের বন্ধু, যিনি কিডনি দিয়ে গোমেজের জীবন বাঁচিয়েছিলেন। আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে এই সংবাদ। যিনি একসময় নিজের কিডনি দান করে সেলেনার জীবন বাঁচিয়েছিলেন, সেই ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী ফ্রান্সিয়া রাইসা এবার নাকি বিয়ের দাওয়াতই পাননি! এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। তোপের মুখে পড়েছেন বিশ্বখ্যাত পপস্টার সেলেনা। সালটা ২০১৭, লুপাসজনিত জটিলতার কারণে কিডনি প্রতিস্থাপন করতে...