নাটক থেকে ‘পারিবারিক মেলবন্ধনের গল্প উধাও’ এমন অভিযোগ প্রায়ই শোনা যায়! এও বলা হয়ে থাকে, লিড কাস্ট ছাড়াও নাটকের গল্পে পরিবার উপেক্ষিত থাকে! তবে এমন ধারণাকে ভুল প্রমাণ করতে পারিবারিক আবেগ ইমোশন কেন্দ্র করে নতুন ধারাবাহিক আনছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। জনপ্রিয় এই নির্মাতার নতুন এই নাটকের নাম ‘এটা আমাদেরই গল্প’, যেটি শিগগির প্রচারে আসছে চ্যানেল আইয়ের পর্দায়। রবিবার সন্ধ্যায় উত্তরায় নাটকটির শুটিং সেটে নির্মাতা ও শিল্পীরা জানান, প্রচারের পর নাটকটির টার্গেট ‘গ্লোবাল অডিয়ান্স’ কানেক্ট করা। নির্মাতা রাজ বলেন, পরিবারের মধ্যে যা যা আছে এবং যা যা ঘটে তাই উঠে আসবে এতে। একটি পরিবারে যতগুলো সম্পর্ক থাকে সবকিছুই আছে। যা প্রতিটি দর্শক নিজেকে কানেক্ট করবে বলে আমি বিশ্বাস করি। সেইসাথে রোমান্স, সাসপেন্স সব পাবে দর্শক। নির্মাতা রাজের বানানো মাইক, গ্র্যাজুয়েট,...