
নাটোরে ইজিবাইক ও মোটরসাইকেল সংঘর্ষে ফজলে নাঈম জনি (২৯) নামে এক পুলিশ সদস্য চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। সোমবার (৬ অক্টোবর) সকাল ৬টার দিকে ঢামেকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। জনির সহকর্মী পুলিশের নায়েক রাজু বলেন, গত শুক্রবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার রাজশাহী-নাটোর মহাসড়কের তেবাড়িয়ায় ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হন ফজলে নাঈম জনি। পরে তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিমানযোগে ঢাকায় নেওয়া...