নিহতরা হলেন—বড়াইগ্রামের কালিকাপুর পূর্বপাড়া এলাকার মৃত অফেজ উদ্দিনের ছেলে সমাজসেবা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত এমএলএসএস আনসার আলী (৬২), জেলার লালপুর উপজেলার ধলা গ্রামের ইদু প্রামাণিকের ছেলে অটো রিক্সা চালক মুনছের প্রামাণিক (৭০) ও একই গ্রামের নওফেল হোসেনের ছেলে নয়ন হোসেন (২৬)। আহতদের মধ্যে আনসার আলীর স্ত্রী রাশিদা বেগম (৫৫), বড় ছেলে রানা আহম্মেদ (৩৮) ও ছোট ছেলে রাসেলকে (২৩) গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের স্বজনরা জানিয়েছেন, বেলা দুইটার দিকে আনসার আলী তার স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে অটোরিকশায় মানিকপুর গ্রামে বিয়াই বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথে গুনাইহাটী মসজিদের সামনে অটোরিকশাটি টার্ন নিয়ে ডানের ফিডার সড়কের দিকে যাচ্ছিল। এ সময় নাটোর থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাস কল্পনা এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব ১৫-৪৫১৪) পেছন থেকে অটোরিকশাকে চাপা দেয়। এতে...