বলিউডের স্টাইল আইকন জ্যাকুলিন ফার্নান্দেজ আবারও প্রমাণ করলেন গ্ল্যামার ও আত্মবিশ্বাসে তিনি অনন্যা। প্যারিস ফ্যাশন উইকে ভিক্টোরিয়া বেকহ্যামের শো-তে তার অল-ব্ল্যাক উপস্থিতি যেন ছিল রাজকীয়তার এক জীবন্ত প্রতিচ্ছবি। ছবি: ইনস্টাগ্রাম থেকে এই বিশেষ ইভেন্টে জ্যাকুলিন বেছে নেন এক দৃষ্টিনন্দন কালো গাউন। গভীর প্লাঞ্জিং নেকলাইন আর ফিটেড সিলুয়েট তাকে দিয়েছে এক বোল্ড অথচ মার্জিত আবেদন। গাউনের কোমরে ছিল ঝলমলে জুয়েল ব্রোচসহ সূক্ষ্ম রুচড ডিটেইলিং, যা পুরো পোশাকের গঠনকে দিয়েছে শৈল্পিক ভারসাম্য। লম্বা হাতা ও নিচের দিকে ট্রেন-স্টাইল স্কার্ট গাউনটিকে পরিণত করেছে এক রাজকীয় পোশাকে। অ্যাকসেসরিজে তিনি রাখেন মিনিমাল টাচ। বড় মেটালিক হুপ ইয়াররিংস, যা একদিকে যেমন আধুনিক, তেমনি দারুণ স্টেটমেন্ট তৈরি করেছে তার পুরো লুকে। মেকআপে ছিল ট্রেন্ডি অথচ স্বাভাবিক ছোঁয়া-ডিউই বেস, গালে সান-কিসড ব্রোঞ্জ টোন, চোখে হালকা ব্রাউন শেড আর...