জাতির আত্মমর্যাদা, স্বাধীন চিন্তা ও প্রতিরোধের প্রতীক শহীদ আবরার ফাহাদ শীর্ষক এক বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। বিবৃতিতে শহীদ আবরার ফাহাদকে বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক ও প্রেরণার বাতিঘর হিসেবে মূল্যায়ন করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দেওয়া এ বিবৃতিতে ডাকসুর সহ-সভাপতি সাদিক কায়েমের স্বাক্ষর রয়েছে।আরো পড়ুন:ময়মনসিংহে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা, আটক ২বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার সংগ্রাম এবং আধিপত্যবাদের বিরুদ্ধে চলমান লড়াইয়ে চির স্মরণীয় হয়ে আছেন শহীদ আবরার ফাহাদ। দেশের স্বার্থ রক্ষা এবং অন্যায্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় আধিপত্যবাদী শক্তি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাতে ২০১৯ সালের ৭ অক্টোবর নির্মমভাবে শহীদ হন আবরার ফাহাদ। কার্যত এই আত্মত্যাগের মধ্য দিয়ে গোটা জাতির আত্মমর্যাদা, স্বাধীন চিন্তা ও প্রতিরোধের...