পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ১টার দিকে সবুজবাগের পশ্চিম মাদারটেকের একটি ভবনের সপ্তম তলার কক্ষে জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর মিয়া বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটি আত্মহত্যার ঘটনা। মৃত ব্যক্তি কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন। রুম থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।’ এসআই আরও বলেন, ‘নিহতের স্ত্রী আমাদের জানিয়েছেন-কিছুদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে তিনি বাবার বাড়ি চলে যান। নিহত যুবক আগে একটি চাকরিতে যুক্ত থাকলেও বর্তমানে বেকার ছিলেন এবং আর্থিক সংকটে ভুগছিলেন। পারিবারিক...