নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় নিহত তিনজনের পরিচয় মিলেছে। তারা হলেন- বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর পূর্বপাড়া এলাকার মৃত অফেজ উদ্দিনের ছেলে আনসার আলী (৬০), লালপুর উপজেলার ধলা এলাকার ইদু প্রামাণিকের ছেলে মুনছের প্রামাণিক (৩২) ও একই এলাকার নওফেল হোসেনের ছেলে নয়ন (২৬)। সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আলম মোর্শেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।আরো পড়ুন:নাটোরে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহতনবীগঞ্জে পিকআপে ট্রাকের ধাক্কা, সবজি ব্যবসায়ীর মৃত্যু নবীগঞ্জে পিকআপে ট্রাকের ধাক্কা, সবজি ব্যবসায়ীর মৃত্যু তিনি বলেন, ‘‘নাটোর থেকে কুষ্টিয়াগামী কল্পনা এক্সপ্রেস পরিবহনের একটি বাস বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি এলাকায়...