
জেলায় কমেছে তিস্তার ঢলের পানি। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েণ্টে নদীর পানি বিপৎসীমার ১০ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে গতকাল রোববার রাত ১১টায় ওই পয়েণ্টে নদীর পানি বিপৎসীমার ৩৫ সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে করে জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, গয়াবাড়ি, খালিশাচাপানী ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ১৫টি গ্রাম ও চরাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে করে এসব গ্রামের অন্তত ৫ সহস্রাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়ে। আজ পানি কমায় স্বস্তি ফিরে এসব মানুষের মধ্যে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, উজানের ঢলে গতকাল বিকেল তিনটার পর ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েণ্টে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে। এরপর ক্রমে পানি বেড়ে সন্ধ্যা ছয়টায় বিপৎসীমার ১৩ সেণ্টিমিটার এবং রাত ১১টায় ৩৫ সেণ্টিমিটার ওপর...