দীপা খন্দকার একজন গুণী অভিনেত্রী। প্রায় দুই দশকেরও বেশি সময়ে অভিনয় ক্যারিয়ারে দীপার।বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন নাটকে অভিনয় করে তিনি দর্শকের হৃদয় জয় করে নিয়েছেন। সিনেমাও করেছেন ওই অভিনেত্রী। তার সমসাময়িক অধিকাংশ অভিনেত্রী পর্দায় অনিয়মিত হলেও দীপা শুরু থেকে আজ পর্যন্ত নাটক ও বিজ্ঞাপন এবং চলচ্চিত্রে সক্রিয়। দীপা খন্দকার অভিনীত সর্বশেষ আলোচিত নাটক ছিল কেএম সোহাগ রানা পরিচালিত পারিবারিক গল্পের নাটক ‘অনুতপ্ত’, যা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ফ্যামিলি সিরিজ ‘এটা আমাদেরই গল্প’-তে। এই সিরিজের সেট থেকেই সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হন দীপা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবার বা পারিবারিক গল্প ফের নাটকের কেন্দ্রে আনার আহ্বান জানান অভিনেত্রী। বর্তমানে টেলিভিশনে প্রচারিত নাটকের ধরন নিয়ে দীর্ঘদিনের দর্শকদের একটি অভিযোগের কথা তুলে ধরেন। তিনি...