পিরোজপুরের কাউখালীতে ‘সমাজকল্যাণ সমিতি’ নামে একটি ভুয়া এনজিও গ্রাহকদের ঋণ দেওয়ার নামে সঞ্চয় বাবদ কয়েক লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে। রবিবার (৫ অক্টোবর) দুপুরে গ্রাহকদের ঋণ দেওয়ার কথা বলে অফিসে আসতে বলা হয়। যেসব গ্রাহক ঋণের বিপরীতে সঞ্চয়ের টাকা জমা দিয়েছিলেন, তাদের মধ্যে মনিকা রানী শীল, রীনা বেগম, মো. বাদল, বাচ্চু মোল্লা, মো. দুলালসহ ১০-১৫ জন গ্রাহক অফিসে এসে জড়ো হন। এ সময় সমিতির ম্যানেজার শামীম ও ফিল্ড অফিসার আনিস তাদের আশ্বাস দেন যে সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ঋণ দেওয়া হবে। এর আগে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১ লক্ষ টাকার ঋণ নিতে ৫ জনের একটি গ্রুপ তৈরি করতে বলা হয়েছিল। প্রতি গ্রুপ থেকে ৮ হাজার, ৯ হাজার, ১০ হাজার ও ১১ হাজার টাকা করে সঞ্চয় জমা...