কারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি ২০২৫ সালের জন্য শারীরবিদ্যা বা চিকিৎসা বিজ্ঞানে দুই মার্কিন ও এক জাপানি বিজ্ঞানীকে নোবেল পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। যে তিন বিজ্ঞানীকে এবার পুরস্কার দেওয়া হলো তারা হলেন, যুক্তরাষ্ট্রের সিয়াটলের ইনস্টিটিউট ফর সিস্টেমস বায়োলজির মেরি ই. ব্রুনকো, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর সোনোমা বায়োথেরাপিউটিক্সের ফ্রেড রামসডেল এবং জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের শিমোন সাকাগুচি। এই তিন বিজ্ঞানীকে পেরিফেরাল ইমিউন টলারেন্স বা শরীরের প্রান্তীয় রোগপ্রতিরোধ ক্ষমতার সহনশীলতা সংক্রান্ত আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। মানুষের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে অবশ্যই নিয়ন্ত্রিত হতে হবে, যদি তা না হয় তবে রোগ আমাদের অঙ্গ-প্রত্যঙ্গকে আক্রমণ করবে। শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা হাজার হাজার অণুজীব থেকে আমাদের রক্ষা করে। এসব অণুজীব আমাদের শরীরে আক্রমণের চেষ্টা করে। এই অণুজীবগুলোর চেহারা ভিন্ন হলেও ছদ্মবেশে তারা মানুষের...