টাংগাইল: সখিপুরের স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি চলছে। মা ও শিশুদের টিকা টানা কয়েকদিন যাবৎ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। রবিবার ৃ(৫ অক্টোবর) সারাদেশে ন্যায় ঝুমবৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে স্বাস্থ্য সহকারীরা নিয়োগ বিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবিতে সখীপুরের স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করছে।গত বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি শুরু হয়। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করে স্বাস্থ্য সহকারীরা। গত ২৮ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে স্মারকলিপি দিয়ে কর্মবিরতির ঘোষণা দেয়।স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির কারণে সখীপুরসহ সারা দেশে ১ লাখ ২০ হাজার আউট রিচ ইপিআই টিকাদান কেন্দ্রের মধ্যে প্রতিদিন ১৫ হাজার কেন্দ্রে টিকাদান বন্ধ রয়েছে। এতে টিকা গ্রহণের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় দেড় লাখ মা ও শিশু। কর্মবিরতির ফলে আসন্ন ১২ অক্টোবর...