
ভোটকেন্দ্রে সাংবাদিক প্রবেশের ক্ষেত্রে প্রিজাইডিং অফিসারের অনুমতি নেওয়ার নিয়ম, ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচারে মানা এবং ভোটকক্ষের ভেতরে স্বল্প সময় অবস্থানের যে কড়াকড়ি আরোপ করা হয়েছে, ‘আইনগত বাধ্যবাধকতার কারণেই’ তা করার কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সঙ্গে সমন্বয় রেখে সাংবাদিকদের পাশাপাশি দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রেও এমন বিধান রাখা হয়েছে। সোমবার নির্বাচন ভবনে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে এ বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান তুলে ধরেন সিইসি। ভোটকেন্দ্রে সাংবাদিকদের অবাধে প্রবেশের সুযোগ দেওয়ার পাশাপাশি ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচারের অনুমতি এবং ভোটকক্ষের ভেতরে ১০ মিনিটের বেশি সময় অবস্থানের সুযোগ রেখে বিদ্যমান সাংবাদিক নীতিমালা সংশোধনের দাবি সংলাপে তোলেন টেলিভিশন মাধ্যমের প্রতিনিধিরা। জবাবে সিইসি বলেন, “আপনার আমাদের ভুল বুঝবেন না। এটা শুধু আরপিওর লিগ্যাল রিকয়ারমেন্টস। এটা শুধু ইনফর্ম করার ব্যাপার।...