বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা অডিটরিয়াম হল রুমে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেন তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। তিনি ফুল দিয়ে নতুন যোগদানকারী শিক্ষার্থীদের বরণ করে নেন। ব্যারিস্টার হাসান রাজীব বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার মূল চালিকাশক্তি। বৈষম্যহীন, সুশিক্ষিত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। তোমাদের এই যোগদান প্রমাণ করে, তরুণ প্রজন্ম দেশের গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক আন্দোলনে শামিল হতে প্রস্তুত। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার ও স্বপ্ন পূরণের সংগ্রামে পাশে থাকবে। নতুন যোগদানকারী শিক্ষার্থীরা জানান, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে...