দখলদার ইসরাইলের ত্রাস হয়ে উঠেছে ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহীরা। ইয়েমেনে বারবার হামলা চালিয়েও এই যোদ্ধাদের কোনোভাবেই দমাতে পারছে না ইসরাইল। উল্টো তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরাইলের ক্ষমতা ও দম্ভ চূর্ণ-বিচূর্ণ হচ্ছে। বিদ্রোহী গোষ্ঠীটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সক্ষমতা দেখে কাঁপছে দখলদার ইসরাইলিরা। বিমান হামলার তীব্র সাইরেনে ঘরবাড়ি ছেড়ে তাদের পালাতে হচ্ছে বম্ব শেল্টারে। এ যোদ্ধাদের উপস্থিতি এখন ইসরাইলের জন্য নিঃশব্দে ধেয়ে আসা ঝড়ের মতো। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূখণ্ডে আবারও মুখোমুখি অবস্থানে ইয়েমেন ও দখলদার ইসরাইল। গাজায় ইসরাইলি আগ্রাসনের অবসান দাবিতে ইউরোপের বিভিন্ন দেশের লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসছেন। অন্যদিকে, গাজার সংঘাত বন্ধে ২০ দফা শান্তি পরিকল্পনার প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব মিলিয়ে গাজা যুদ্ধ বন্ধ করতে নজিরবিহীন এক চাপের মুখে পড়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমে...