বহুল আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটের আনুষ্ঠানিকতা। ভোটগ্রহণকে ঘিরে সকাল থেকেই হোটেল এলাকায় ছিল প্রার্থীদের ব্যস্ততা। কেউ পোস্টার টাঙিয়ে নিজের প্রচারণা চালিয়েছেন, আবার হোটেল প্রাঙ্গণে ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ভোটকেন্দ্রের ভেতরে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ থাকলেও আলাদা একটি মিডিয়া লাউঞ্জে বসে লাইভ ভোটগ্রহণ দেখার ব্যবস্থা ছিল। এবারের নির্বাচনে মোট ভোটার থাকার কথা ছিল ১৯২ জন, তবে নরসিংদী থেকে কাউন্সিলর মনোনয়ন না দেয়ায় ভোটার সংখ্যা দাঁড়ায় ১৯১। আদালতের নির্দেশে শেষ মুহূর্তে ভোটাধিকার ফিরে পায় ১৫টি ক্লাব। ফলে উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নেই ভোটগ্রহণ সম্পন্ন হয়। কোনো ধরনের বিশৃঙ্খলা বা কারচুপির অভিযোগ পাওয়া যায়নি। সোমবার সকালে ১০টা থেকে ১২টার মধ্যে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য, তবে দুপুরে...