২০২৫ সালের নোবেল পুরস্কার ঘোষণার আনুষ্ঠানিক সূচনা হলো চিকিৎসাবিজ্ঞানের মাধ্যমে। এ বছর চিকিৎসা বা শারীরতত্ত্ব শাখায় নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী— মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং শিমন সাগাগুচি। মানবদেহের রোগ-প্রতিরোধ ব্যবস্থার একটি জটিল ও গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ বিষয়ে তাদের উদ্ভাবনী গবেষণার স্বীকৃতি হিসেবেই এ সম্মান দেওয়া হয়েছে।বাংলাদেশ সময় সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে, সুইডেনের স্টকহোমে অবস্থিত ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে নোবেল কমিটি।‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ মানবদেহের ইমিউন সিস্টেমের এমন একটি প্রক্রিয়া, যা শরীরের নিজস্ব কোষ ও টিস্যুকে ভুলবশত আক্রমণ করা থেকে প্রতিরোধ করে। একই সঙ্গে, ক্ষতিকারক নয় এমন বহিরাগত উপাদান— যেমন- কিছু খাদ্য উপাদান, কিংবা অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া সৃষ্টি হওয়াও এটি ঠেকিয়ে রাখে।এই প্রক্রিয়া ব্যাহত হলে শরীরে অটোইমিউন রোগ, যেমন—...