আমীরে মজলিস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, বাংলাদেশ খেলাফত মজলিস এখন পর্যন্ত কোনো নির্বাচনী জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। আপাতত আমরা জুলাই-সনদ অবিলম্বে বাস্তবায়নের দাবীতে ঐক্যবদ্ধ আন্দোলনে আছি। এই আন্দোলন সফলের কোন বিকল্প নেই। আজ (৬ অক্টোবর) সোমবার সকালে ঢাকার মুহাম্মাদপুরস্থ তার ব্যাক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা আব্দুল আজিজ রহ. এর সাহেবজাদা ও আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী দা.বা. এর জামাতা হযরত মাওলানা হাবীবুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন।তিনি আমীরে মজলিসের হাতে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আব্দুস সোবহান, খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ-সদস্য জাকির হোসাইনসহ প্রমুখ নেতৃবৃন্দ । যোগদান অনুষ্ঠানে আমীরে মজলিস অত্যন্ত দৃঢ় ও স্পষ্টভাবে...