টাইফয়েড টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রার ২৫ ভাগ রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে বরিশালে। জেলার ১০টি উপজেলায় এখন পর্যন্ত ১ লাখ ৫২ হাজার ৭১৫ জন এ টিকা কর্মসূচির আওতায় রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। সোমবার সকালে বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ এলাহী। তথ্যানুযায়ী, বরিশাল জেলায় ৬ লাখ ১ হাজার ১২৫ জন এবং বরিশাল মহানগরীতে ৯৭ হাজার ৫৯০ জন টিকার আওতায় আসবেন। টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হবে বরিশাল সিটি করপোরেশন এলাকার সব কেন্দ্রসহ জেলার ৪ হাজার ২৭৫টি প্রতিষ্ঠানে। সূত্রে আরও জানা গেছে, চলতি বছর জেলায় ১ হাজার ৭৫৬ জন টাইফয়েড রোগে আক্রান্ত হয়েছেন। তাই গণটিকাদান কার্যক্রমকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে বরিশাল জেলা ও মহানগরীতে টাইফয়েড সংক্রমণ অনেকাংশে হ্রাস পাবে।...