খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গভীর জঙ্গলে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের একটি গোপন আস্তানার সন্ধান মিলেছে। সোমবার (৬ অক্টোবর) ভোররাতে আনুমানিক ৫টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের শীর্ষস্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেনা সদস্যরা আস্তানায় তল্লাশি চালিয়ে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি রাউন্ড গুলি, দুটি ওয়াকিটকি চার্জার, দুটি মোবাইল ফোন, ১৫টি ব্যানার, ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেন। সেনা সূত্রে জানা গেছে, অভিযানের সময় ইউপিডিএফ সদস্যরা স্থানীয় নারী-পুরুষ ও শিক্ষার্থীদের ব্যবহার করে সেনা-বিরোধী স্লোগান দিতে বাধ্য করে। এটি স্পষ্ট যে, সাম্প্রতিক ঘটনাগুলোর ধারাবাহিকতায় ইউপিডিএফ ও তাদের অঙ্গসংগঠনসমূহ পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে নারী ও...