ফ্রান্সে ক্যাবিনেট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেছেন নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। মাত্র ২৬ দিন আগে তিনি দায়িত্ব নিয়েছিলেন। দুই বছরেরও কম সময়ে এটি দেশটির পঞ্চম প্রধানমন্ত্রী পরিবর্তনের ঘটনা। সোমবার (৬ অক্টোবর) সকালে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ঘণ্টার বৈঠকের পর এলিসি প্রাসাদ লেকর্নুর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে। দায়িত্ব গ্রহণের এক মাস পূর্ণ হওয়ার আগেই তার পদত্যাগ ম্যাক্রোঁ প্রশাসনের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। লেকর্নুকে নিয়োগ দেওয়া হয়েছিল গত মাসে, ফ্রাঁসোয়া বায়রুর সরকারের পতনের পর। তবে নতুন মন্ত্রিসভা ঘোষণার পরই তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। বিরোধী দলগুলো অভিযোগ করে, লেকর্নুর ক্যাবিনেট মূলত পূর্ববর্তী বায়রু সরকারেরই অনুলিপি—যেখানে কোনো নতুনত্ব বা রাজনৈতিক ভারসাম্য নেই। ন্যাশনাল অ্যাসেম্বলির প্রায় সব প্রধান দল মন্ত্রিসভা নিয়ে অসন্তোষ প্রকাশ করে এবং সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব...